এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করার উপায় এ
এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করার উপায়
এসএসসি পরীক্ষাতে ভালো রেজাল্ট করার উপায় জানুন।
🟩সঠিক পড়ার রুটিং বের করো
প্রথমত আপনাকে মন দিয়ে পড়তে হবে পড়া মনে রাখতে হবে অভ্যাস করতে হবে ।পড়ার সময় বের করো তুমি যে সময় টা বের করবা দেখবা ওই সময় টা হলেই তোমার পড়ার কথা মনে পড়বে। তোমার পড়ার প্রতি আগ্রহ বাড়বে।সব বিষয়ে সময় দাও এবং দৈনিক
রুটিনে বিশ্রামের সময় রাখো।পড়ার প্রতি মনোযোগী হও। ইচ্ছা করলেই সব হবে বেকার বসে থেকে না সময় কাটিয়ে বই নিয়ে বসে পড়ো পড়া বার বার রিপিট করো আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
🟩সময় ব্যবস্থাপনায় দক্ষ হও
পড়াশোনাই সময় নষ্ট না করে কাজে লাগাও অপ্রয়োজনীয় কাজের সময় নষ্ট না করে কোন সময় কোন বিষয় নিয়ে পড়বে তা ঠিক করে নাও সময় হচ্ছে নিজের কাছে ড্রিপেন করে।সময় কারো জন্য থেমে থাকে না।নিজেকেই ঠিক করতে হবে সময় সময়ের মূল্য অনেক সে সময়ের মূল্য বুঝতে হবে নিজের দক্ষতা যেমন তেমন আপনাকে চলতে হবে পড়ার প্রতি মনোযোগী হওয়াটা বেশি জরুরী বই পড়বা যেগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন সেগুলো ভালো করে পড়তে হবে।পুরো বই একবারে পড়তে হবে না ধৈর্য সহকারে পড়বেন ধীরে ধীরে পড়ুন আস্তে আস্তে সব শিখতে পারবেন।
🟩 প্রতি দিন রিভিশন নাও
যা পড় প্রতি দিন রিভিশন না করলে ভুলে যাবা ।তাই প্রতিদিন রাতে সেই দিনের পড়া ঝালাই করে নাও।যাতে বুঝতে সমস্যা হয়। কোথাও না আটকাও। তুমি যখন একটা কথা বার বার রিভিশন নিবা সেই কথাটা কিন্তু আরো উজ্জ্বল হয়ে যাবে তোমার কাছে অনেক সহজ হয়ে যাবে মনে না করলেও মনে থাকবে।
🟩 গুরুত্বপূর্ণ প্রশ্ন ও টপিক গুলো চিহ্নিত কর
প্রতিটি বিষয় এ কোন অধ্যায় বা প্রশ্ন গুলো পরীক্ষায় বেশি আসে তা বুঝে সেগুলো প্রস্তুতি নাও। সেগুলো আলাদা ভাবে গুছিয়ে পড় ।সব বেছে বেছে রাখ যাতে তোমার বুঝতে সহজ হয় বা আসল টিপস্ গুলো তুমি মনে রাখতে পারো নিজের মতো করে লেখতে পারো।টিক চিহ্ন গুলো যেগুলো বেশি ইম্পরট্যান্ট সেগুলো চিহ্নিত করে রাখ আর পড় এতে তোমার বুঝতে সহজ হবে তুমি পড়তেই থাক সেগুলো।
🟩মনে রাখার কৌশল ব্যবহার করো
মনে রাখার জন্য চার্ট মাইন্ড ম্যাপ রঙিন ছবি তুলে রাখো। হাইলাইটার গল্প বা গান বানিয়ে পড়া মুখস্ত কর ভালো উপায় হবে।গান গল্প ছড়া এগুলো তো তো পড়া। এগুলো যেভাবে মুখস্ত কর বইয়ের পড়াটাও তেমন ভাবে মুখস্থ কর ভালো উপায় হবে।
🟩 মডেল টেস্ট বা বিগত বছরের প্রশ্ন সমাধান করো
মডেল টেস্ট দিয়ে নিজেকে যাচাই কর বিগত বছরে প্রশ্ন গুলো অনুশীলন করো ।এতে করে প্রশ্ন ধরার ক্ষমতা বাড়বে।বোঝা যাবে গত বছর যা প্রশ্ন ছিল তা কতটুকু চেঞ্জ হবে ।এটা বুঝে তুমি গুরুত্বপূর্ণ প্রশ্ন গুলো পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা।
🟩 মোবাইল ও সোশ্যাল মিডিয়া থেকে দূরে থাকো পড়ার সময়
পড়াশোনা সময় মোবাইল ও ফেসবুক ইউটিউব অ্যাপস থেকে দূরে থাকুন । এগুলো মনযোগ নষ্ট করে।আর তুমি যদি চাও মোবাইল দিয়ে পড়বো তাও পড়া যাবে কিন্তু তোমাকে ভিডিও ছবি মুভি সিনেমা টিক ভিডিও এগুলো দেখবেন কিন্তু পড়া লেখা ভিডিও দেখবেন সুন্দর করে বোঝানো থাকে। ওখানে ও আপনার কোচিং প্রাইভেট এর মতো করে বুঝিয়ে দাই আপনি মনযোগ দিয়ে বুঝলে অবশ্যই বুঝতে পারবেন।
🟩 স্বাস্থ্য ঠিক রাখো আর পর্যাপ্ত ঘুমাও
শরীর ভালো থাকলে মনোযোগ ধরে রাখা যায় না পর্যাপ্ত স্বাস্থ্য রাখো আর প্রতিদিন ৬-৭ ঘন্টা করে ঘুমান । ব্যায়াম কর নিজেকে ফিট রাখো বেশি বেশি করে পানি পান কর আর নিয়মিত পুষ্টিকর খাবার খাও। নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাক এতে করে শরীর ভালো থাকবে মন মানসিকতা ভালো থাকবে পড়াই মনযোগী হবে।
🟩 যেসব বিষয়ে দুর্বল সেখানে বেশি সময় দাও
যেসব বিষয়গুলোতে দুর্বল সময় দিয়ে পড়ো, বন্ধু-বান্ধবদের হেল্প নাও শিক্ষকের হেল্প নাও সেগুলো মনোযোগ দিয়ে বেশিরভাগ সময় দিয়ে পড়ো যে সময় বেশি সময় কাটাও বসে তার অধ্যেক সময় ওই বিষয়ে জন্য বের করো।দেখবে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে।
🟩 আত্মবিশ্বাস রাখো ও পজেটিভ চিন্তা কর
নিজের প্রতি বিশ্বাস রাখো যে আমি পারবো তোমাকে পারতেই হবে। আমি সফল হবোই। সফল হতেই হবে। নিজের প্রতি ভয় কাজ করাইয়ো না ইনশাআল্লাহ চেষ্টা রাখ সফল হবে ।সব চেয়ে বড় শক্তি হলো আত্মবিশ্বাস নিজের প্রতি যত্নশীল হতে হবে নিজকে সাহসী হয়ে দাঁড়াতে হবে।
🟩 শেষ কথা
Ssc পরীক্ষা ভালো রেজাল্ট করতে হলে ধৈর্য সহকারে পড়তে হবে। আত্মবিশ্বাস রাখতে হবে। নিজকে মনযোগি হতে হবে।পড়ার প্রতি আগ্রহ রাখতে হবে । আজ থেকে প্রস্তুতি শুরু কর তোমার একদিন হবেই।
বেসিক ইনফোর নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url